বলিউডের সবচেয়ে উত্তেজক সিনেমাকে নিয়ে সেন্সর বোর্ডে অবশেষে রায় দিল। মাত্র ৪টি দৃশ্যকে কাটছাঁট করে প্রাপ্ত বয়স্কদের জন্য সিনেমা হিসাবে মিস লাভলি কে ছাড়পত্র দিল সেন্সরবোর্ড। অথচ এ সিনেমার অন্তত ১৭৬টি দৃশ্যে আপত্তিকর অংশ রয়েছে বলে অভিযোগ জমা পড়ে। প্রসঙ্গত ২০১২ সালে ১৮তম কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল অসীম আলুওয়ালি পরিচালিত এ সিনেমাটি।
কিন্তু কান চলচ্চিত্র উতৎসবে প্রশংসিত এ সিনেমাটি থেকে ওই দৃশ্যগুলি বাদ দিলে ছবির আসল কনটেন্টকে নষ্ট করা হবে বলে অপরবর্তীত রাখা হল। প্রশ্ন উঠছে- এত উত্তেজক একটি সিনেমাকে ছাড়পত্র দিয়ে কি সেন্সরবোর্ড একটু বেশি সাহস দেখিয়ে ফেলল? সিনেমাটিতে আছেন নবাগতা নীহারিক সিং, নওয়াজউদ্দিন সিদ্দিকি।
এবিএন/সোম-১ম/সেক্স এন্ড গসিপ/আন্তর্জাতিক/ডেস্ক/ডিবি/মুস্তাফিজ/এমআর
সুত্রঃ ঢাকা, ১৩ জানুয়ারি, এবিনিউজ / টিউন ID 8297
ভিডিও টি দেখুন
সুত্রঃ ঢাকা, ১৩ জানুয়ারি, এবিনিউজ / টিউন ID 8297
0 comments for " ‘মিস লাভলি’ নগ্ন-যৌন ছবি হিসেবে ছাড়পত্র পেল (ভিডিও)"
Post a Comment