অ্যাড

Friday, July 18, 2014

‘মিস লাভলি’ নগ্ন-যৌন ছবি হিসেবে ছাড়পত্র পেল (ভিডিও)

বলিউডের সবচেয়ে উত্তেজক সিনেমাকে নিয়ে সেন্সর বোর্ডে অবশেষে রায় দিল। মাত্র ৪টি দৃশ্যকে কাটছাঁট করে প্রাপ্ত বয়স্কদের জন্য সিনেমা হিসাবে মিস লাভলি কে ছাড়পত্র দিল সেন্সরবোর্ড। অথচ এ সিনেমার অন্তত ১৭৬টি দৃশ্যে আপত্তিকর অংশ রয়েছে বলে অভিযোগ জমা পড়ে। প্রসঙ্গত ২০১২ সালে ১৮তম কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল অসীম আলুওয়ালি পরিচালিত এ সিনেমাটি।



নগ্ন-যৌন ছবি হিসেবে ছাড়পত্র পেল ‘মিস লাভলি’ (ভিডিও)
কিন্তু কান চলচ্চিত্র উতৎসবে প্রশংসিত এ সিনেমাটি থেকে ওই দৃশ্যগুলি বাদ দিলে ছবির আসল কনটেন্টকে নষ্ট করা হবে বলে অপরবর্তীত রাখা হল। প্রশ্ন উঠছে- এত উত্তেজক একটি সিনেমাকে ছাড়পত্র দিয়ে কি সেন্সরবোর্ড একটু বেশি সাহস দেখিয়ে ফেলল? সিনেমাটিতে আছেন নবাগতা নীহারিক সিং, নওয়াজউদ্দিন সিদ্দিকি।
ভিডিও টি দেখুন
এবিএন/সোম-১ম/সেক্স এন্ড গসিপ/আন্তর্জাতিক/ডেস্ক/ডিবি/মুস্তাফিজ/এমআর

সুত্রঃ ঢাকা, ১৩ জানুয়ারি, এবিনিউজ / টিউন ID  8297


Filed Under :

0 comments for " ‘মিস লাভলি’ নগ্ন-যৌন ছবি হিসেবে ছাড়পত্র পেল (ভিডিও)"

Post a Comment

add

background